সিপিএ অফার প্রমোট করুন মাইক্রো ওয়ার্কারে

সিপিএ মার্কেটিং বর্তমান বিশ্বে একটি স্বনামধন্য ফ্রিল্যান্সিং নেটওয়ার্কের নাম। সিপিএ ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। সিপিএ অফার প্রমোট করার সহজ পদ্ধতি মাইক্রো ওয়ার্কার বা মিনি ওয়ার্কার যার কথা না বললেই নয়। সিপিএ অফার প্রমোট করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি এবংকি আমারা সর্বদা কঠিন শ্রমের মধ্য দিয়ে অফারগুলো সম্পন্ন করে থাকি। আপনি যদি সিপিএ মার্কেটের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন বা নতুন করে সিপিএ নিয়ে কাজ করবেন ভাবছেন, তাহলে আপনার জন্য এটাই সঠিক জায়গা। সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়লে আপনার সব সমস্যা সমাধাণ হয়ে যাবে।

সিপিএ অফার প্রমোট করুন





উক্ত মাইক্রো ওয়ার্কার বা মিনি ওয়ার্কার ওয়েব সাইটগুলোর ফিচার সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে খুবই ভালো আর না থাকলে এখানে জেনে নিন। Microwarker তাদের ওয়েব সাইটের ক্যাম্পেইন রুলসে স্বস্পষ্ট ভাবে বলে দিয়েছে, যে ক্যাম্পেইনগুলো অবৈধ পন্থায় চিহ্নিত, Microwarker ঔ ক্যম্পেইনগুলো সাপোর্ট করেনা। যেমন: গুগোল এডস ক্লিক, সার্ভে, অ্যাডালট ১৮+, সকল সিপিএ অফারসহ বেশ কিছু অবৈধ ক্যাম্পেইন থেকে বিরত থকতে বলেছে।



কোন কোন মাইক্রো ওয়ার্কার ওয়েব সাইট সিপিএ অফার সাপোর্ট করে?

আপনি RapidwarkerPicowarker এবং Clickwarker ওয়েব সাইটে সিপিএ অফার প্রমোট করতে পারেন। তবে ক্যাম্পেইন করার আগে আপনাকে জানতে হবে, আপনার বাছাই করা অফারটি কোন ক্যাটাগরীর অর্ন্তভূক্ত। যেমন: মেইল বা পিন সাবমিট সিপিএ অফারগুলো নিয়ে ক্যাম্পেইন করতে হলে আপনাকে কোন ক্যাটাগরীতে প্রমোট করতে হবে।


মেইল বা পিন সাবমিট অফারগুলো মাইক্রো ওয়ার্কারে কোন ক্যাটাগরীর অন্তভূর্ক্ত?

পিন বা মেইল সাবমিট সিপিএ অফারগুলো মাইক্রো ওয়ার্কার ওয়েব সাইটগুলোতে সাধারণত সার্ভে ক্যাটাগরীর একটি অংশ। তাই আপনি যদি পিন বা মেইল সাবমিটের সিপিএ অফার প্রমোট করতে চান তাহলে আপনাকে সার্ভে ক্যাটাগরী সিলেক্ট করতে হবে। না হলে আপনার ক্যাম্পেইন অ্যাপরুভ করবেনা। অ্যাপরুভ না হলে, আপনার ক্যাম্পেইন চার্জ ফেরত পাবেন, তবে সব মিনি ওয়ার্কার ওয়েব সাইট ক্যাম্পেইন চার্জ ফেরত দেয়না। আর মার্কেটিং করতে হলে আপনাকে জানতে হবে সম্পূর্ণ একটি গাইড লাইন।


মাইক্রো বা মিনি ওয়ার্কারে সিপিএ অফার প্রমোট করার সুবিধা সমূহ

মিনি ওয়ার্কার বা মাাইক্রো ওয়ার্কারের ক্যাম্পেইনে একজন ওয়ার্কারকে আপনি সব কিছু সহজেই বলে বুঝিয়ে দিতে পারেন, কিভাবে কাজটি সম্পূর্ণ করতে হবে। মাইক্রো ওয়ার্কারে সিপিএ বা যেকোন ক্যাম্পেইন করাকে পেইড মার্কেটিং বলা হয়। তাই এখানে আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই ক্যাম্পেইনের নিয়ম-কানুন সাজাতে পারেন বা ওয়ার্কারদের কাছে প্রুভ চাইতে পারেন। তাই মাইক্রো বা মিনি ওয়ার্কারে সিপিএ অফার প্রমোট করার আর কোন তুলনা নেই।

সিপিএ অফার প্রমোট করার সংক্ষিপ্ত গাইড লাইন

ফেইক সানআপ নামে আমাদের বাংলাদেশে একদল লোক প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে বাংলাদেশের ওয়ার্কারদের ওপর সিপিএ মার্কেটপ্লেসে বিশেষ প্রভাব পড়ছে। তাই এবিষয়ে সকলকে সর্বদা সজাগ থাকতে হবে। মনেরাখবেন, গাইড লাইন ব্যতিত কোন মতেই মার্কেট প্লেসে আসা যাবেনা। একই ‍ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট থেকে বিরত থাকুন। যেকোন সমস্যার জন্য কমেন্ট করুন, আমরা সর্বদা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সমস্যাগুলোর সমাধাণ দেবার। ধন্যবাদ হ্যাপি মার্কেটিং।

1 Comments

Previous Post Next Post