আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো মাইক্রো ওয়ার্ক বা অনলাইনের ছোট ছোট কাজগুলি নিয়ে। যারা অনলাইনে শুধু শুধু সময় নষ্ট করেন বা যারা দৈনিক সময় দিতে পারবেন আসলে তাদের জন্যই এই মাইক্রো ওয়ার্ক। মাইক্রো ওয়ার্কে সাধারণত ছোট ছোট কাজ গুলি করতে হয়। যেমন, ফেসবুক পেজ ফ্লো, ইউটিউব ভিডিও ভিউ/লাইক/সাবস্ক্রাইব, গুগল সার্চ করে কোন ওয়েব সাইটে প্রবেশ করা, জিমেইল ক্রিয়েট করা, কোন ওয়েব সাইটে সাইন আপ করা সহ ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ছোট ছোট কাজ। তো বুঝতেই পারতেছেন, যত বেশি সময় দিবেন আর্নিংও তত বেশ ।
মাইক্রো ওয়ার্কস থেকে আনলিমিটেড ইনকাম রিভিউ সকল তথ্য
এই সাইটগুলোতে কাজ করার জন্য তেমন কোন অভিজ্ঞতা প্রয়োজন হয়না, এমনকি অ্যাকাউন্ট অ্যাপ্রুভের কোন ঝামেলা নেই। যেকেউই এই সাইটগুলোতে কাজ করতে পারেন। তাই দিনে দিনে মাইক্রো ওয়ার্কস এর চাহিদা ক্রমশ বেড়েই চলছে।
উল্লেখযোগ্য বাছাইকৃত বিশ্বস্ত সেরা কয়েকটি মাইক্রো ওয়ার্ক বা মাইক্রো ট্যাস্ক ওয়েব সাইটের তালিকা:
1. Picowarker
2. Rapidwarker
3. Microwarker
4. Jobboy
and
পিকোওয়ার্কার লক্ষ লক্ষ ওয়ার্কাদের হৃদপিণ্ড। এই সাইটটি এমনভাবে কাজ করে থাকে, কোন ওয়ার্কার যদি ভুল প্রুফ দিয়ে কোন কাজ সম্পূর্ণ করার চেষ্টা করে, তাহলে পিকোওয়ার্কার তা অতি সহজেই বুঝে যান এবং অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তো বুঝতেই পারতেছেন কত লিজেন্ড এই সাইটি।
2. Rapidwarker
মাইক্রো ওয়ার্কস সম্পাদনের জন্য একটি বিশ্বস্ত স্মার্ট ওয়েব সাইট। তাই হয়তো দিনে দিনে এই সাইটের প্রতি মানুষের ভালোবাসা বেড়েই চলছে। এই সাইটে সব সময় ছোট ছোট মানের কাজ গুলির পাশাপাশি একটু বড় ধরনের কাজও পাওয়া যায়। এতে আর্নিংয়ের পরিমান বেড়ে যায়।
3. Microwarker
এই সাইটে সব সময় ছোট ছোট কাজের সংখ্যা একটু বেশিই থাকে। এই সাইটটি ডেটিং, সিপিএ ও এড ক্লিক সহ অন্যান্য সুচলিত গাইডলাইন ভঙ্গকারী পন্থা গুলোকে সাপোর্ট করেনা। এই কাজ গুলি Microwarker- সাইটটিতে পাবেন না। আর জিপি বা গ্রামীণ ফোনের সিম দিয়ে এই সাইটে ভিজিট করার চেষ্টা করে লাভ নেই। বাংলালিংক, রবি বা ওয়াইফাই কানেকশন থেকে চেষ্টা করুন।
4. Jobboy
এই সাইটের লুক যেমন অসাধারণ ঠিক তেমনি তার সব ধরনের ফিচার। নতুন নতুন সব ধরনের আনলিমিটেড কাজ সব সময় পাবেন।
5. Clickwarker
সারা বিশ্বের মধ্যে পরিচিত একটি ওয়েব সাইট। যার মোট ভিজিটরের মধ্যে সবচেয়ে বেশি অ্যামেরিকান। আর এই ওয়েব সাইটটি সব দিক থেকে বললে একটি ইন্টেলিজেন্ট সাইট বলা যায়।
সতর্কতাঃ
মাইক্রো ট্যাস্ক বা ওয়ার্ক ওয়েব সাইটগুলোতে আপনাকে কাজ করতে হলে কিছু গাইডলাইন সরণ করতে হবে।
- একই ডিভাইসে দুটি অ্যাকাউন্ট করা বা লগইন করা থেকে বিরত থাকুন।
- ভিপিএন, আইপি, প্রক্সি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- আপনার রিয়েল ইনফোর্মেশন ব্যবহার করুন। যেমন নাম, জন্ম সাল, অতি সাধারণ প্রোফাইল পিকচার, আপনার ঠিকানা ইত্যাদি সমূহ।
- ফেক প্রুফ সাবমিট করা থেকে বিরত থাকুন।
- নিয়মিত সাকসেস রেট লক্ষ রাখুন।
অর্থাৎ নিয়ম মেনে যে কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন কেবল সেটাই করুন, না হলে আপনার কোন কাজ যদি জমা দেওয়ার পর তা বায়ার গ্রহণ না করে, এতে আপনার সাকসেস রেড কমে যাবে। সাকসেস রেড ৬০% এ আসলে আপনি আর কাজ করতে পারবেন না, আপনাকে সাময়িক ভাবে ব্লক করা হবে।
ধন্যবাদ সাথে থাকার জন্য, আর কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমরা সর্বদাই আপনার সাথেই আছি।
হ্যাপি মার্কেটিং
Tags:
Tricks