আসসালামু আলাইকুম, প্রথমেই বলে নিচ্ছি সার্ভে কাজ আমাদের জন্য সম্পূর্ণই ইনলিগাল, সার্ভে কেবল মাত্র ইউএস/অ্যামেরিকার নাগরিকদের জন্য। বাংলাদেশ থেকে কেউ সার্ভে করতে চাইলে ভালো মানের আইপি ব্যবহার করে করতে হয়। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব তা হল সার্ভে।
সার্ভে কি ও কিভাবে করবেন
- সার্ভে কি?
- কি ভাবে সার্ভে কাজ করা যায়?
- সার্ভে করতে কি কি লাগে?
- সার্ভে করতে কেমন দক্ষতা লাগে?
- সার্ভে করতে মিনিমাম কত ঘন্টা কাজ করতে হবে?
- কোন কোন সাইটে কাজ সার্ভে করতে পারবেন?
- মিনিমাম পার ডে কত ডলার ইনকাম করতে পারবেন?
সার্ভে কি
সার্ভে হল মূলত একটা জরিপ, কোন কিছু জরিপ করাকে সার্ভ বলে।বিভিন্ন কোম্পানী তাদের পন্যের সম্পর্কে সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে, তা জরিপ করে।তাদের পন্যের অবস্থান, প্রতিদ্বন্দি অন্য কোন পন্য কেমন ব্যবসা করছে, সেগুলি কেমন জনপ্রিয়তা পাচ্ছে, মানুষ কি দেখে পন্য পছন্দ করে? কিভাবে পন্যের কথা জানে ইত্যাদি তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে নিজেদের পরিকল্পনা ঠিক করে। একাজ অনলাইনে করা তুলনামুলক সহজ।কি ভাবে সার্ভে কাজ করা যায়
- Requirements
- Desktop/ Laptop
- High speed net connection
- USA verified PayPal account
- US Residential IP
আপনার প্রথম কাজ তাদের সদস্য হওয়া। এরপর তাদের সাইটে বিভিন্ন জরিপের তালিকা পাবেন। ক্লিক করে ওপেন করবেন। সেখানে পাবেন নানা ধরেনের প্রশ্নের ও ফরম। আপনার কাজ সেটা পুরন করা। বিভিন্ন ধরনের সার্ভের জন্য প্রশ্ন কম-বেশি, সহজ বা জটিল হতে পারে। তার সাথে মিল রেখে অর্থের পরিমান কম বেশি হয়। একেবারে সাধারন জরিপের জন্য কয়েক সেন্ট থেকে কিছুটা বড় সার্ভের জন্য কয়েক ডলার পর্যন্ত পেতে পারেন।
মিনিমাম কত ঘন্টা কাজ করতে হবে?
সার্ভে টা হচ্ছে এমন একটা কাজ যেখানে আপনি যত সময় দিবেন আপনি তত ইনকাম করতে পারবেন।মিনিমাম পার ডে কত ডলার ইনকাম করতে পারবেন?
৫ থেকে ৬ ঘন্টা যেকোন সাইটে টাইম দিলে, নতুন অবস্থায় ৫ থেকে ৮ ডলায় ইনকাম কারা যায়, আর অভিজ্ঞতা হয়ে গেলে ১০ থেকে ১৫ ডলার ইনকাম করা যায়।কিছু সার্ভে কাজ করার ভালো ভালো সাইটের নাম হলোঃ
এইসব সাইট বর্তমান সার্ভে কাজের বেশ আলোকৃত ভূমিকা রাখে। যা থেকে দেশের অর্থনৈতিতে বিশেষ ভূমিকা রাখে। আপনি যদি সার্ভে করতে চান বা সার্ভে বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের গ্রুপে জেয়েন করতে পারেন।
ধন্যবাদ।