কারিগরি শিক্ষা অধিদপ্তর নেবে ৭৬ জন

 


কারিগরি শিক্ষা অধিদপ্তর নেবে ৭৬ জন


বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ১৬টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭৬ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

আবেদনের শেষ সময়

আগামী ১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরি আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছর ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসব পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।










Post a Comment

Previous Post Next Post